কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ এর নিজবাসভবনে ঈদ পরবর্তী (ঈদের দ্বিতীয় দিন, ১এপ্রিল) বিকেলে ঈদ শুভেচ্ছা বিনিময়ে মিলনমেলায় পরিণত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক দি এশিয়া এইজ প্রতিনিধি বশির আল মামুন, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি রফিক আহমেদ, চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি এম এইচ আরমান চৌধুরী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মোঃ জিয়াউদ্দিন ফারুক, চকরিয়া ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক খবরের কাগজ চকরিয়া প্রতিনিধি এ, কে, এম বেলাল উদ্দিন, চকরিয়া নিউজ ডটকম সম্পাদক ও দৈনিক কর্ণফুলী প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক জনতা কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুল মতিন চৌধুরী, বাংলাদেশ বেতার প্রতিনিধি শাহ মোহাম্মদ জাহেদ, চকরিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দৈনিক গণসংযোগ প্রতিনিধি জহিরুল আলম সাগর, সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি এম জিয়াবুল হক, দৈনিক ভোরের ডাক চকরিয়া প্রতিনিধি সাঈদী আকবর ফয়সাল, দৈনিক যুগান্তর প্রতিনিধি মনসুর মহসিন, দৈনিক বাঁকখালী প্রতিনিধি কেএম নাসির উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি এম আর রিদুয়ানুল হক, দৈনিক গণমানুষের আওয়াজ প্রতিনিধি এইচ এম রুহুল কাদের, দৈনিক যুগ যুগান্তর প্রতিনিধি মোহাম্মদ ফরিদ বাবুল, দৈনিক সোনালী কণ্ঠ প্রতিনিধি শফিউল করিম সবুজ, দৈনিক নিরপেক্ষ পত্রিকা প্রতিনিধি কফিল উদ্দিন, দৈনিক আমার সংবাদ চকরিয়া প্রতিনিধি নুরুল ইসলাম সুমন প্রমূখ।
ব্যক্তিগত কাজে অন্যত্রে ব্যস্ত থাকায় উপস্থিত হতে না পেরে মুঠোফোনে সকলকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকালের এমআর মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি পূর্বকোণ প্রতিনিধি এম জাহেদ চৌধুরী, প্রবীণ সাংবাদিক দৈনিক মেহেদী প্রধান সম্পাদক জসিম উদ্দিন কিশোর, দৈনিক প্রথম আলো প্রতিনিধি এসএম হানিফ, সিনিয়র সাংবাদিক দৈনিক যায়যায় দিন প্রতিনিধি মনজুর আলম, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি ইকবাল ফারুক, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহজালাল শাহেদ।
শুভেচ্ছা বিনিময়কালে সকলে প্রেসক্লাবের সুনাম অক্ষুণ্ণ রাখা সহ চলমান সার্বিক বিষয়ে আলোচনা করেন। ঈদ পরবর্তী সকলে উৎসবে মেতে উঠেন এবং এধরণের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অব্যাহত রাখার আহবান জানান।