নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের মাছঘাট স্টেশনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬মার্চ) চকরিয়া থানা পুলিশের উদ্যোগে বিকেল ৩টায় অনুষ্টিত সভায় তিনি সভাপতিত্ব করেন নবাগত চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন চকরিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: ইয়াছিন মিয়া। অনুষ্টানে বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক দলের নেতৃবর্গ, সুশীল সমাজ, ইউপি সদস্যগন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
সভায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতা, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ যাতে সংগঠিত না হয়, সে বিষয়ে আলোচনা করেন।
নবাগত ওসি চকরিয়ার আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নতিকল্পে সকলের সহযোগিতা কামনা করেন।