নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়ার কোনাখালী করিমিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির (এডহক কমিটির) সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাতামুহুরি সাংগঠনিক থানা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ জাফর আলম সিদ্দিকী।
১৪ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামে বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত বিধিমালা ২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে এক বিজ্ঞাপ্তির মাধ্যমে উক্ত এডহক কমিটির অনুমোদন দেন।
কমিটিতে পদাধিকার বলে প্রধান শিক্ষক আহমদ কবির বাবুল সদস্য সচিব এবং শিক্ষক প্রতিনিধি সদস্য রাখা হয়েছে মোঃ আবু ছাদেক ও অবিভাবক সদস্য হিসেবে আনোয়ার হোসেনকে রাখা হয়েছে।
চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আগামী ছয় মাসের জন্য মনোনীত এডহক কমিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর প্রবিধানমালা ২০২৪ এ বর্ণিত প্রবিধান ১০ থেকে ১৪ অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করবে এবং প্রবিধান ৬৫(২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সকল দায়িত্ব পালন করবে।
এদিকে কোনাখালী করিমিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির (এডহক কমিটি) সভাপতি মনোনীত হওয়ায়, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসেনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক এমপি, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম,শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন নব নিযুক্ত সভাপতি জাফর আলম সিদ্দিকী। বিদ্যালয়টি সঠিক ভাবে পরিচালনা করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।##
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০