প্রেস বিজ্ঞপ্তিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ কম্পাউন্ডে শোভা বর্ধনে নান্দনিক পরিবেশ সৃষ্টি করতে বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে দশটায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আজিজনগর হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিনের সার্বিক সহযোগিতায় সৃজিত বাগানে রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের চারাসহ দৃষ্টিনন্দন রকমারি গাছ।
এসময় উপজেলা প্রকৌশলী মুহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম ও এসএআরপিভি আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিতসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান মনে করেন, উপজেলা পরিষদ কম্পাউন্ডে শোভা বর্ধনের যে সৌন্দর্য ছড়াবে সেটি দর্শনার্থী হিসেবে উপভোগ করবে উপজেলায় আগত সেবা গ্রহীতাসহ সম্মানিত সর্বসাধারণ। এতে করে তারা কিছুটা হলেও মানসিক বিনোদনের সুযোগ লাভ করবে। তাই সেটি বিবেচনা করে সামগ্রিক কল্যাণে দৃষ্টিনন্দন রকমারি গাছের চারা রোপণের উদ্যোগ করা হয়েছে।