প্রেস বিজ্ঞপ্তিঃ “নতুন বাংলাদেশ: চাই নারীর সমঅধিকার ও মর্যাদা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শনিবার ( ৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে এদিন বিকাল তিনটায় চিরিঙ্গা নিউমার্কেট এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সনাক চকরিয়ার সভাপতি সন্তোষ কুমার সুশীল এর সভাপতিত্বে ও ইয়েস সদস্য মোহাম্মদ রিয়াদ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সদস্য বশির আহমদ, এসিজি স্বাস্থ্য এর সহ-সমন্বয়ক রবিউল হাসান, এসিজি ভূমি’র সদস্য মাসুমুল হাকিম, এসিজি সদস্য ও নারী নেত্রী ফরিদা ইয়াসমিন ও ইয়েস দলনেতা সাদিয়া সুলতানা রিফাত প্রমুখ। মানববন্ধনে টিআইবি’র ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস সদস্য শাহরিয়ার জান্নাত সাথী ও তাসফিয়া মনি।
মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন, সনাক সদস্য যথাক্রমে রুনেন্দু বিকাশ দে, খালেদা খানম, মোহাব্বত চৌধুরী প্রমুখ। মানববন্ধনে ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।