চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার প্রধান প্রতিষ্টাতার বিষয় নিষ্পত্তির লক্ষ্যে ১৩নভেম্বর বিকাল ৪টায় মাদরাসা প্রাঙ্গনে মাদরাসা কমিটি, শুভাকাঙ্খি ও শতশত এলাকাবাসীর উপস্থিতিতে দ্বিতীয় দফায় গনশুনানী করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার প্রশাসক ও মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফখরুল ইসলাম।
মাদরাসার গণশুনানীর পূর্বে দলীয় নেতৃবৃন্দসহ সকলেই দেখতে পান মাদরাসা মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কর্তৃক উদ্বোধনকৃত ভিত্তি প্রস্তুর ফলক ষড়যন্ত্র মূলকভাবে মাটি চাপা দেয়া হয়েছে। গণশুনানীকালে উক্ত বিষয়ে আপত্তি তুলে জোরালে বক্তব্য দেন চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র পৌরসভা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম ফোরকান, মাতামুহুরী বাঁশ সরবরাহকারী সমবায় সমিতির সাবেক সভাপতি পৌর বিএনপির অর্থ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন ও মজিদিয়া মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক নুর মোহাম্মদ। এ ধরনের গুরুতর অভিযোগ উঠেছে মাদরাসার সুপার আওয়ামী ওলামালীগ নেতা মাওলানা নুরুল আবসার ছিদ্দিকী ও ফ্যাসিস সরকারের দোসর যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর মুজিবুল হকের বিরুদ্ধে।
তাদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানান উপস্থিত শতশত জনতা।তাদের দাবীর আলোকে শুনানীর পর থেকে পরবর্তী ৩দিনের মধ্যে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামীয় মাটি চাপা দেওয়া নাম ফলক পূণঃস্থাপন করার জন্য নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফখরুল ইসলাম।
এদিন গনশুনানীকালে সর্বসম্মত সিদ্ধান্ত ও উপজেলা প্রশাসন কর্তৃক আদেশ হয় এলাকার সর্বজন শ্রদ্ধেয় মরহুম মাওলানা বদরুদ্দোজা হেলালী (রহঃ) মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার প্রধান প্রতিষ্টাতা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০