চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় কৃষকদের নিয়ে মেগা মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বেতুয়া বাজার এলাকায় বীজ বাজার জাতকারী প্রতিষ্ঠান সুপ্রীম সীড কোম্পানির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুরিয়ার সীড কোম্পানি নং উ বায়ও'র ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার মিষ্টার হওয়াং, প্রধান বক্তার বক্তব্য দেন সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের ডিএমডি মোহাম্মদ মাহতাব উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, জনি নন্দী, সুপ্রীম সীড কোম্পানির রিজুওয়ানাল ম্যানেজার আব্দুর রাজ্জাক, এবং মোঃ আশরাফ হোছেন। স্থানীয় বীজ বিক্রেতা বীজ সেন্টার নিউ সুপার সীড আলতাফ স্টোর।
সভায় স্বাগত বক্তব্য দেন সুপ্রীম সীড কোম্পানির কক্সবাজারের সেলস অফিসার আরফাত হোছেন।
সভায় বক্তারা বলেন, চকরিয়া উপজেলার কৃষকের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে হাইব্রিড সানড্রপ জাতের মরিচ। কৃষকেরা এই জাতের মরিচ চাষ করে লাভবান হচ্ছেন। মরিচের বাম্পার ফলন ও গুণগতমান ভালো হওয়ায় এটি চাষে আগ্রহ বাড়ছে। ইতিমধ্যে সানড্রপ জাতের মরিচ দেশজুড়ে খ্যাতি অর্জন করায় এর চাহিদাও বেড়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০