নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়ায় বিপ্লবী সাধারণ শিক্ষার্থী সংসদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্বরণে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ই রমজান ১৪ই মার্চ শুক্রবার চকরিয়া আবাসিক মহিলা কলেজে মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রায় দুই শতাধিক এতিম ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ইফতারের আয়োজন করেন চকরিয়া সাধারণ শিক্ষার্থী সংসদ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া সাধারণ শিক্ষার্থী সংসদের উপদেষ্টা ও মরহুম মাওলানা ইমাম উদ্দিন ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক পরিচ্ছন্ন রাজনীতিবিদ আব্দুল আল সাকিব, প্রধান বক্তার বক্তব্য রাখেন এড.ছৈয়দ রাশেদুল ইসলাম,সাধারণ শিক্ষার্থী সংসদের সভাপতি খায়রুল হাসান, সাধারণ সম্পাদক জয়নব সাকিল সানি, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ও চকরিয়া থানা প্রতিনিধি সাজ্জাদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থী সংসদের উপদেষ্টা আরমান মাহমুদ,দৈনিক সোনালী কন্ঠ চকরিয়া প্রতিনিধি শফিউল করিম সবুজসহ নানানস্তরের পেশাজীবি,শ্রমজীবী,রাজনীতিবিদ, আইনজীবী,সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আল সাকিব বলেন আগামীর চকরিয়া হবে ফ্যাসিবাদমুক্ত চকরিয়া এই চকরিয়া থাকতে হলে অবশ্যই ফ্যাসিবাদমুক্ত হয়ে থাকতে হবে
সুতরাং দেশ থেকে চিরতরে ফ্যাসিস্ট বিদায় হয়েছে নতুন করে যদি কোন সৈরাচারের দোষর,কোন সুবিধাভোগী সৈরাচারী প্রতিষ্ঠিত করতে চাই তাহলে তাকে প্রতিহত করতে চকরিয়াবাসী প্রস্তুত। এসময় আগামীর টেকসই চকরিয়া বিনির্মানে,বিশেষভাবে গুরুত্বারোপ করেন।