নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়ায় জমি বিরোধের জেরে শালিসি বৈঠকে হামলার ঘটনায় ২জন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ১১ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১১টায় ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের সামনে এবং ১নং ওয়ার্ডের মুছারপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটেছে।
গুরুতর আহত হয়েছেন, জমিদার পাড়া নূরানী তালিমুল কোরান মাদ্রাসার শিক্ষক মোঃ আলমগীর মুছা ও মৃত আলহাজ্ব বশির আহমদের পুত্র মোঃ রাকিব মুছা।
হামলাকারীরা হলেন, ঢেমুশিয়া মুছারপাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুরুল ইসলামের পুত্র হেলাল উদ্দিন, নুরুল আলমের পুত্র রিদুয়ানুল ইসলাম হিরু,জসিম উদ্দিনের পুত্র আজিজ উল্লাহ, নুরুল আলমের পুত্র মোঃ রুবেল, শাহাব উদ্দিন, জয়নাল আবেদীন জনু।
ভুক্তভোগী মোঃ আলমগীর মুছা অভিযোগ করে বলেন, হেলাল উদ্দিন গংদের সাথে আমাদের দীর্ঘদিনের জমি বিরোধ রয়েছে। আমি ও আমার পরিবারের জমি দখল করতে হুমকি দেয়। আমি সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিলে ইউএনও মহোদয়কে বিচারের জন্য দেয়। ইউএনও মহোদয় ঢেমুশিয়া ইউনিয়নের চেয়ারম্যানকে বিচার করতে দায়িত্ব দেন।
তিনি আরো অভিযোগ করে বলেন, বিচার করে রায় আমাদের পক্ষে হওয়ায় শালিসে আমাকে ও আমার ভাই রাকিব মুছাকে খুব মারধর করে মারাত্মক জখম করে রক্তাক্ত করে এবং পকেট থেকে সাড়ে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় । পরে স্থানীয় এলাকাবাসী আমাদের চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল কাদের ভূইয়া জানান, লিখিত অভিযোগ পেলে সরেজমিনে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০