নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়া পৌর শহরে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর (রবিবার) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ জায়নুল আবেদীন, সহকারী সার্জন ডাঃ সুজন ত্রিপুরা, স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) আরিফুল ইসলাম ও পুলিশের একটি টিম।
অভিযানে জিদ্দাবাজার এভারগ্রীন হাসপাতালকে ৫০ হাজার টাকা, হাসপাতাল সড়কের হিলসাইড প্যাথলজিকে ১০ হাজার টাকা, ল্যাব হাউস প্যাথলজি ১০ হাজার টাকা, ওশান সিটি মার্কেটের হাসান ডেন্টাল সেন্টার ৫ হাজার টাকা, এল কে ফার্মেসী ৫ হাজার টাকা, হুমায়ুন ফার্মেসী ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং একজন দালালকে কারাদণ্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলা প্রশাসন সবসময় কাজ করছে। অনিয়মকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”