
নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নবম শ্রেণীর ছাত্রী পিংকি মণির দেহ উদ্ধার করা হয়েছে। ২৯ আগস্ট (শুক্রবার) দুপুরে ডুবুরিদল দল নদী থেকে তাকে উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছেন, নিখোঁজের খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় জনগণ যৌথভাবে নদীতে তল্লাশি চালিয়ে চার ঘণ্টার মধ্যেই পিংকি মণির দেহ উদ্ধার করে।
চকরিয়া থানার নবাগত ইনচার্জ ওসি তৌহিদুল আনোয়ার জানান, “নদীতে প্রবল স্রোতের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। আমরা দুঃখজনকভাবে ছাত্রীকে জীবিত উদ্ধার করতে পারিনি। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০