
সাঈদী আকবর ফয়সাল, (নিউজ ভিশন): মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।
এ উপলক্ষে মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে প্যারেড গ্রাউন্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন দেলোয়ার এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। উৎসবমুখর ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় বিজয় দিবসের অনুষ্ঠান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০