নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়ার বুড়িপুকুর মাছঘাট স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
৯ই মার্চ (রোববার) বিকাল পাঁচটায় ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীদের সমবেদনা জানাতে ছুটে যান কক্সবাজার শহর জামায়াতের আমীর চকরিয়া-পেকুয়ার জননেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন। পরে তিনি তাদের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন।
প্রতিনিধি দলে সঙ্গে ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির ও চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম।
এসময় চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ নূরুন্নবী, পেশাজীবী সভাপতি শহিদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কফিল উদ্দিন, বিশিষ্ট ঠিকাদার ফরিদুল আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।