
নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়া এলাকার উম্মাহাতুল মুমিন মহিলা মাদ্রাসায় সরকারি বই পুড়ে ছাঁই হয়ে গেছে।
১৬ আগস্ট দিবাগত রাত ৩টায় মহিলা দাখিল মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে চকরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। মাদ্রাসায় থাকা কয়েকলক্ষ বই পুড়ে যায়।
অগ্নিকান্ডে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির লক্ষাধিক বই সম্পূর্ণরূপে পুড়ে ছাঁই হয়ে যায়। তবে ক্ষতিগ্রস্ত বইয়ের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি।
প্রাথমিকভাবে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসেন আনসারী জানান, মাদ্রাসার ৪টি কক্ষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম স্যার সরকারি বই প্রায় ৩বছর হচ্ছে রেখেছে। আমাদের একদিকে শ্রেণিকক্ষের ঘাটতি অন্যদিকে ৪টি রুম ব্যবহৃত হচ্ছে। বিষয়টি সাবেক ইউএনও মহোদয়কে জানিয়েছিলাম।
অগ্নিকান্ডের ঘটনায় মাদ্রাসায় এত সংখ্যক বই কোথায় থেকে আসলো এবং এতগুলো বই মজুদ রাখার শিক্ষা কর্মকর্তার আচরণে বিষয়টি গোপন করার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ সচেতন মহলের।
এ বিষয়ে বক্তব্য নিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার কল করে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি রূপায়ন দেব।
এ বিষয় সহকারী কমিশনার ভূমি রূপায়ন দেব বলেন, তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নিজ কার্যালয়ে তলব করেছি।
তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০