সাঈদী আকবর ফয়সালঃ "যদি না হয় সংস্কার, আসবে আবার স্বৈরাচার" এমন স্লোগানে ইসলামী আন্দোলন, কক্সবাজারের চকরিয়া শাখার উদ্যেগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৬শে সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে, বিক্ষোভ মিছিল জনতা শপিং সেন্টার চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বক্তারা তাদের বক্তব্য- নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা, বিশেষ ট্রাইব্যুনালে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে ইসলামি আন্দোলন বাংলাদেশ'র হাতপাখা প্রতীকের চকরিয়া- পেকুয়া আসনের সম্ভাব্য সাংসদ প্রার্থী মাওলানা সরওয়ার আলম কুতুবী বলেন, নির্বাচনের দিন শত শত মানুষের রক্তাক্ত অবস্থা দেখতে চাইনা, ভোট দখল হওয়ার আশংকা থাকবেনা, ভোটের কালো থাবা থেকে থেকে মুক্তি পাওয়া এবং অশিক্ষিত কেউ সংসদে প্রতিনিধিত্ব করলে এ জাতি সুফল পাবেনা। তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০