নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন চকরিয়ার ডুলাহাজারা থেকে খুটাখালী সড়কের তার চুরি করে নিয়ে যায় চোর চক্র।
পল্লী বিদ্যুৎ অফিস সুত্রে জানা যায়, ৮ মার্চ (রবিবার) খুটাখালী অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সাখাওয়াত হোসেনের নেতৃত্ব একটি টহল টিম নব নির্মিত বিদ্যুতিক লাইনের ওয়ান নট ও তার চুরির বিষয়টি দেখতে পান। যার আনুমানিক মূল্য ২৩ লক্ষ ৬৫ হাজার টাকা। সর্বশেষ নিয়মিত টহলের সময়ে ৬ মার্চ চুরি হওয়া নট ও তার স্থিতি অবস্থায় ছিলো।
খুটাখালী অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকার নুরুল কাদেরের ছেলে মোহাম্মদ কাইছারের ভাঙ্গারীর দোকান থেকে পল্লী বিদ্যুতের চুরি হওয়া তার উদ্ধার করেছে পুলিশ।
একটি ভাঙ্গারির দোকানে গিয়ে চুরি হওয়া ২ বস্তা ডি-২ তার পেয়েছি। দোকানদারের বাঁধার সম্মুখীন হলে পরবর্তীতে রাত সাড়ে ১০টায় পুলিশের সহযোগিতায় এজিএম(ওএন্ডএম) এর নেতৃত্বে চকরিয়া জোনাল অফিস থেকে একটি টিম ঘটনাস্থলে গিয়ে মালামাল উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে আসে।
চকরিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ এমরান গনি জানান, চুরি হওয়া তারের বিষয়ে থানায় এজাহার দায়ের করা হয়েছে। চোর শনাক্তপূর্বক ধৃত করতে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
চকরিয়া থানার ওসি তদন্ত ইয়াছিন মিয়া জানান, চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।