
সাঈদী আকবর ফয়সালঃ
কক্সবাজারের চকরিয়া পৌরসদরের মৌলভীরকুম বাজার এলাকায় মৃত পেঠানের পুত্র মো: রহিম ও ইসমাঈলের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুতিক শর্টসার্কিটের আগুনের সুত্রপাত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস।
চকরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ সেলিম জানান, সকালে অগ্নিকাণ্ডের খবর পায় চকরিয়া ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুটি বাড়িতে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পেরেছি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০