নিজস্ব প্রতিবেদকঃ ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে কাকারা ইউনিয়নে অনুষ্ঠিত হয় ব্যাপক গণসংযোগ ও পথসভা।
শুক্রবার ( ৫ জুলাই) বিকাল ৩টায় কাকারা জিদ্দাবাজার থেকে শুরু হয়ে মাঝেরফাঁড়ি স্টেশন, দরগাহ রাস্তার মাথা এবং শাহ উমরাবাদ স্টেশন পর্যন্ত ধারাবাহিকভাবে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠিত এই গণসংযোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আমরা নির্বাচন করছি । দেশের সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব । দুর্নীতি, দুঃশাসন ও দলীয়করণের অবসান ঘটিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন:
কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ ,উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোহাম্মদ হোছাইন , মাষ্টার মোহাম্মদ মূছা,খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দু রহমান, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান
, লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার।
গণসংযোগ ও পথসভা আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাকারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শাহাদাত হোসেন এবং সেক্রেটারি কামরুল হাসান।
স্থানীয় জনগণ ও জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই পথসভাগুলোতে জনসম্পৃক্ততা ও গণআকাঙ্ক্ষার অভূতপূর্ব চিত্র ফুটে উঠে।