প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১০:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৪, ৮:১০ অপরাহ্ণ
চকরিয়ায় জয়িতা সম্মাননায় ভূষিত নারী সংগঠক রুনা আক্তার
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলা মহিলা ক্ষুদ্র শিল্প সমিতির প্রতিষ্টাতা সভাপতি রুনা আক্তার জয়িতা সম্মাননায় ভূষিত হয়েছেন।
জয়িতা অন্বেষণে বাংলাদেশ নারী জাগরনের অগ্রদূত, সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর জন্মদিন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সারাদেশে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা সম্মাননা প্রদান করেছেন।
৯ ডিসেম্বর (সোমবার) সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চকরিয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম।
অনুষ্টানে "নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুনভাবে জীবন শুরু করেছে যে নারী" এই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়ীতা সম্মাননায় ভূষিত করা হয়েছে রুনা আক্তারকে।
রুনা আক্তার জানান, আমি ১৯৯৭ সালে সনাতন ধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হয়ে বিবাহ করেছি। প্রাপ্ত বয়স্ক না হওয়ায় সামাজিকভাবে মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছি।
বিয়ের পরে হস্তে তৈরি জিনিসপত্র তৈরি করে, নিজ নিজে স্বাবলম্বী হয়েছি। নানা প্রতিকূলতার মুখোমুখি হয়ে আজ অবধি পরিবার ও সমাজের জন্য কাজ করছি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
নিউজ ভিশন বিডি