নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল তাঁর ক্রয়কৃত জমির পরিমাপের জন্য পৌরসভা প্রশাসকের নিকট আবেদন করেছেন। তবে স্থানীয় প্রভাবশালীদের বাধার কারণে দীর্ঘদিন ধরে তিনি জমির সঠিক পরিমাপ করতে পারছেন না।
মোহাম্মদ ইসমাইলের আবেদনে উল্লেখ করা হয়েছে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। তিনি প্রশাসনের সহায়তা চেয়ে সার্ভেয়ার নিয়োগ দিয়ে জমি পরিমাপের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।জমির তফসিল:মৌজা: ভরামুহুরীউপজেলা:চকরিয়া জেলা: কক্সবাজার
বি.এস. খতিয়ান নং ১২৫: দাগ নং ৬২১, ৬১৯, ৬১৮, ৪২২
বি.এস. খতিয়ান নং ১২৮: দাগ নং ৬১১, ৬২০
ভুক্তভোগী মোহাম্মদ ইসমাইল বলেন,
“বৈধ মালিকানা থাকা সত্ত্বেও জমি পরিমাপ করতে পারছি না। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে ন্যায়বিচার পাওয়া সম্ভব।”
স্থানীয় সচেতন মহল বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করার পাশাপাশি প্রভাবশালীদের বাধা দূর করে জমির মালিককে ন্যায়বিচার দেওয়ার আহ্বান জানিয়েছে।
পৌরসভা জমি পরিমাপের সময় ছুরিকাঘাত চকরিয়ায় পৌরসভা কর্তৃক জমি পরিমাপের সময় বিরোধপূর্ণ পরিস্থিতিতে শিক্ষার্থী ইসতেখার ইসলাম অর্নব (২৫) ও ইফতেখার ইসলাম অলিদ (২৭) ছুরিকাঘাতের শিকার হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে চকরিয়া কোর্ট সেন্টার এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
আহতরা স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড কাহারিয়াঘোনা এলাকার মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইলের সন্তান। তারা অভিযোগ করেছেন, সঙ্ঘবদ্ধ একটি চক্র রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এবং প্রশাসনের প্রতি চ্যালেঞ্জ প্রদর্শন করে হামলা চালিয়েছে।
অর্নব ও অলিদ রাতেই এক সাংবাদিক সম্মেলনে হামলার নিন্দা জানিয়ে, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং দোষীদের শাস্তির দাবি জানান।
স্থানীয়রা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।