নিজস্ব প্রতিবেদকঃ “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্য চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা উদযাপন করা হয়েছে।
১০ই মার্চ (সোমবার) অনুষ্টিত আলোচনা সভা সভাপতির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ এরফান উদ্দিন।
উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে চকরিয়া,
সহকারী পরিচালক সিপিপির মুনীর চৌধুরী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের আওতাধীন চকরিয়া উপজেলা যুব রেডক্রিসেন্ট টিমের ও সিপিপির স্বেচ্ছাসেবকবৃদ্ধ অংশগ্রহণ করেন।