আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পত্নীতলা উপজেলা কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধার সন্তান ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর উপর হামলা ও হত্যা অপচেষ্টার প্রতিবাদে শনিবার বেলা ১১টায় নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আক্তার হোসেন তারা, সাইদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সুকুমার চন্দ্র দাস, কাজী বদিউল ইসলাম, সাদেক উদ্দীন আহমেদ, সাদেকুল ইসলাম, আবুল কাশেম, আব্দুর রশিদ সহ অন্যান্য মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবর্গ প্রমূখ।
মানব বন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করা হয়।