
সৌরভ, মাদারীপুর :
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভূমি কর্মকর্তা মো. আক্তার হোসেন সততা, দায়িত্ববোধ ও জনসেবায় আন্তরিকতার মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন। ভূমি সংক্রান্ত যেকোনো কাজে তার দক্ষতা ও স্বচ্ছতা এখন এলাকার আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
ভূমি অফিসে সেবা নিতে আসা বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ জানিয়েছেন, আক্তার হোসেন দায়িত্ব পালনে সবসময় সৎ ও নিষ্ঠাবান। তারা বলেন, “সরকারি নির্ধারিত ফি দিয়েই আমরা সেবা পাচ্ছি, বাড়তি কোনো অর্থ দিতে হয় না। এখন ভূমি অফিসে আসতে ভয় লাগে না।”
এক সেবা গ্রহণকারী জানান, “আমি সম্প্রতি একটি মিউটেশন করেছি, কোনো বাড়তি টাকা নেননি। তিনি অত্যন্ত ভদ্র ও সহানুভূতিশীল। এমন কর্মকর্তা যদি সব জায়গায় থাকতেন, তাহলে সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পেত।”
এর আগে আক্তার হোসেন শিবচর উপজেলার নিলখী ইউনিয়নে দীর্ঘদিন দায়িত্ব পালন করে সেখানেও প্রশংসা অর্জন করেন।
নিজ দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, “সরকারি চাকরির মূল উদ্দেশ্যই হলো মানুষের পাশে থাকা। আমি চেষ্টা করি যাতে আমার ইউনিয়নের প্রত্যেকে ভূমি সেবা সহজে ও দ্রুত পায়।”
স্থানীয়দের প্রত্যাশা, আক্তার হোসেনের মতো নিষ্ঠাবান ও সৎ কর্মকর্তারা যদি দেশের প্রতিটি ইউনিয়নে দায়িত্ব পালন করেন, তাহলে ভূমি অফিস সত্যিকার অর্থে জনগণের সেবার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০