বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও গাছা থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. নাজমুল ইসলাম।
অনুষ্ঠানটি গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান মোমিনের নির্দেশনায় অনুষ্ঠিত হয়। তিনি ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রধান অতিথি মো. নাজমুল ইসলাম বলেন, “ছাত্রদল হলো গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম হাতিয়ার। বর্তমান দমন-পীড়নের সময়ে আমাদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে। এস এম মোমিনুর রহমান মোমিন ভাইয়ের নির্দেশনায় আমরা ছাত্রদলকে আরও শক্তিশালী করে তুলব।”
তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। সামনে কঠিন সময় আসছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে সব বাধা অতিক্রম করতে পারব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক এম এইচ স্বপন, সহ-গণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, ৩৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক সামিদ হোসেন, ৩৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা সুমন সরকার, গাজীপুর ছাত্রদল নেতা ইকবাল তালুকদার, ইফাদ খানসহ অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর টেকনিক্যাল কলেজের নবনির্বাচিত প্রতিষ্ঠাতা সভাপতি মাজারুল ইসলাম, সহ-সভাপতি মারুফ, ইয়াসাদ হোসেন, জাহিদ মিয়া এবং গাছা কলেজের নবনির্বাচিত প্রতিষ্ঠাতা সভাপতি আমির হামজা।