মির্জা নাদিম
গাজীপুর মহানগরের পুবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের আক্কাস মার্কেট সংলগ্ন রেলগেট এলাকায় গতকাল ( ১৬ মার্চ ) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়, এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ দোকানে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর পরই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ান গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর ০২ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ হোসেন আলী। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দোকান মালিকের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।
হোসেন আলী বলেন, "এই দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে থাকার জন্য যা যা করা দরকার, আমরা তা করব। প্রশাসনের প্রতি অনুরোধ, দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা করা হোক।"
এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় বাসিন্দারাও দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০