বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
গাছা মেট্রো থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইমাম, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের বিএনপি নেতা আলহাজ্ব সালাহ্ উদ্দিন সরকার। তিনি তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা তুলে ধরে বলেন, “দেশের জনগণ এখন অবাধ নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার অপেক্ষায়। বিএনপি জনগণের পাশে রয়েছে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার থাকবে।”
তিনি আরও বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের ন্যায়বিচার, সত্য ও নৈতিকতার পথে থাকতে হবে।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সরাফত হোসেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মাদ আলী, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মমিনুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ইফতার ও দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।