নিজেস্ব প্রতিবেদন :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (১২ মার্চ) বিকেলে কাশিমপুর খেলার মাঠে গাসিক ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি শওকত হোসেন সরকার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ বুকে ধারন করে ঐক্যবদ্ধ ভাবে সকল অপশক্তিকে মোকাবেলা করবে। কোন চাঁদাবাজী দখলবাজী এই দলের নেতাকর্মীরা করতে পারবে না। বিএনপির হাতকে শক্তিশালী করতে গাজীপুর মহানগর বিএনপি সবসময় পাশে থেকে কাজ করে যাবে।
ইফতারের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।