ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিএনপি’র বাধা, আহত ১০

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ৫:৩০ পূর্বাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি’র নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর ৫ জন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্য খলাপাড়া খাজা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে জামায়াতের দুই কর্মীকে গাজীপুর পাঠানো হয়েছে। তারা হলো, ঈশ্বরপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে আসলাম (২৬) এবং খলাপাড়া এলাকার ইসলাম সরকারের ছেলে হাফিজ উদ্দিন (৩৫)। এছাড়াও জামায়াতের আরো তিন কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলো, খলাপাড়া এলাকার জব্বার সরকারের ছেলে মোবারক সরকার (২৬), শহিদুল্লাহর ছেলে কাজী আবদুল্লাহ (২৪) এবং দক্ষিণ খলাপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আজিজুল হক (৪১)।

বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক মো. সুমন মিয়া জানান, উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত ইফতার মাহফিলের অংশ হিসেবে বৃহস্পতিবার খলাপাড়া খাজা মার্কেট এলাকায় একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বমুহূর্তে স্থানীয় বিএনপির কর্মী আপেল, নুর ইসলাম, আকরাম, রাসেল, হান্নান, আমিন, সৌরভ ও নজরুল মোল্লাসহ ১০-১৫ জন এসে বলে, এই এলাকায় কোনো ইফতার মাহফিল করা যাবে না। এরপর কথাকাটাকাটির একপর্যায়ে তারা ইফতারের খাবার ফেলে দিয়ে বাধা দেন এবং খাবার নিয়ে চলে যান। জামায়াতের কর্মীরা অন্য স্থানে ইফতার ও নামাজ শেষে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে বিএনপি কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের প্রায় ১০ জন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিএনপির পাল্টা বক্তব্য:
বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, কেউ যদি আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালায়, তাহলে কি তারা রক্ষা করবে না? জামায়াতের নেতা-কর্মীরা আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে, এতে আমাদের প্রায় ৭-৮ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিক তিনি আহতদের নাম পরিচয় দিতে পারেনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে বলেন।

গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান বলেন, “আমাদের নেতা-কর্মীদের ইফতার মাহফিলে বিএনপির নেতা-কর্মীরা বাধা দিয়েছে এবং ইফতার সামগ্রী ফেলে দিয়েছে। পরে তাদের হামলায় আমাদের প্রায় ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে। এর মধ্যে ৫ জন মারাত্মক জখম হয়েছে। দুইজনকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর পাঠানো হয়েছে। পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলে কাপুরুষোচিত হামলার ঘটনায় আমরা অবাক ও বিস্মিত। এ ঘটনা পতিত স্বৈরাচারী সরকারের আমলের পেটোয়া বাহিনীর কর্মকান্ডের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, এ নারকীয় ও জঘন্য ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কালীগঞ্জ থানায় অবস্থান করছিলো।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম জানান, রাত ৯টার দিকে জামায়াতের পাঁচজন কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং দুইজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

61 Views

আরও পড়ুন

সোনাগাজী বগাদানা ইউনিয়নে তাঁতীদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে সাংবাদিকদের সম্মানে শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চকরিয়ায় সাংবাদিকদের সম্মানে সাকিবের উদ্যোগে ইফতার মাহফিল

কাঠ পুড়িয়ে ব্রয়লার সংরক্ষণ: অভিযোগ উঠলো তালুকদার ‌’স’ মিলের বিরুদ্ধে

সংবর্ধিত হলেন স্কাউটার মোহাম্মদ আলী ও জানে আলম

কক্সবাজার মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ

টঙ্গীতে ছাত্রদলের উদ্যোগে অসুস্থ ও ডেঙ্গু রোগীদের মাঝে ইফতার বিতরণ

গাজীপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

ডুয়েটের জালিয়াতি মামলায় চার অধ্যাপকের জামিন

নবরুপে ফ্যাসীবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে নেবেনা- মু: শাহজাহান

শান্তিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের সরকারি রিপোর্ট প্রত্যাখ্যান-উপদেষ্টার সহযোগিতা কামনা