আব্দুল মুনতাকিন জুয়েল
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
২৯ জুলাই মঙ্গলবার সাঘাটায় পুকুরের পানিতে সিজু মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থল পরিদর্শনে রংপুর বিভাগের এডিশনাল ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
ঘটনার তথ্য সম্পর্কে এডিশনাল ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, সিজুর মৃত্যুর রহস্য উদঘাটনে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
তাহারা পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করবেন বলে জানিয়েছেন। তবে তদন্ত কমিটির প্রধান এডিশনাল ডিআইজি ।
উল্লেখ্য : সাঘাটা থানা পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত দশটার দিকে গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীকে ছুরিকাঘাত করে পুকুরে ঝাঁপ দেয় সিজু মিয়া নামের জনৈক যুবক।
পরদিন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের পর থেকেই খোদ পুলিশের বিরুদ্ধেই সিজুকে হত্যার অভিযোগ তুলে গাইবান্ধার বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফলে সিজু মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে ডিআইজি তিন সদস্যের তদন্ত কমিটি করেন। পরে ওই তদন্ত টীম মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকার্য সম্পাদন করেন।