
আব্দুল মুনতাকিন জু্য়েল, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা সাঘাটায় প্রতিপক্ষকে ফাসাতে ৪ বছরের শিশু ধর্ষনের নাটক সেজে ৯ বছরের শিশু খোরশেদ আলমকে গ্রেফতার করে জেল হাজাতে পাঠানোর অভিযোগ উঠেছে ।
বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর)বিকালে ধর্ষন মামলায় ৯ বছরের শিশু খোরশেদ আলম গ্রেফতার করে আদালতে প্রেরন করেন সাঘাটা থানা পুলিশ ।
গ্রেফতারকৃত শিশু খোরশেদ আলমের পিতা খাদেমুল ইসলাম অভিযোগ করেন , আমার শিশু ছেলে বাড়ির উঠানে খেলছিল । আমাকে পারিবারিক ভাবে হেনস্তা করতে আমার ছেলে খেরশেদকে ধর্ষন মামলায় গ্রেফতার করেছে পুলিশ । আমি শিশু ছেলে একটি শিশু মেয়ে জোর করে ধর্ষন করার উপযুক্ত বয়সে এখনো পৌছাইনি । আমি এই ঘটনার সুষ্ট তদন্তপূর্ক ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি ।
মামলার বিবারনে জানা জায়, শিশু খোরশেদ আলমের গত ১২ সেপ্টেম্বর শনিবার পাশের বাড়ীর ৪ বছরের এক শিশুকে জোড় করে ফাকা ঘরে নিয়ে ধর্ষন করে । এঘটনায় সাক্ষী করা হয়েছে শুভ ও নিয়াত নামের ৭ বছর বয়সী দুই শিশুকে ।
এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর শিশুটির বাবা বাদী হয়ে সাঘাটা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন । (মামলা নং ১৩ )
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বেলাল হোসেন জানান, ধর্ষন মামলায় পেক্ষিতে আজ দুপুরে শিশু খোরশেদ আলমকে গ্রেফতার করে শিশু খোরশেদকে ধর্ষন মামলায় আদালতে প্রেরন করা হয়েছে । পরে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালত শিশুটিকে জেল হাজতে প্রেরন করেন ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০