শামীম রেজা .গাইবান্ধা :
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে ভুসিরভিটা গ্রামে ডেভেলপমেন্ট এন্ড ডেলিভারি অভ বায়োফটিফাইট ক্রপস্ অ্যাট স্কেল (ডিডিবায়ো) প্রকল্পের আওতায় ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি) এর আয়োজনে কমলা শাঁসযুক্ত মিষ্টি আলুর বিপণন ব্যবস্থা জোরদার কারণে পাইকার,খুচরা ব্যবসায়ী এবং কৃষকদের সাথে সংযোগ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সংযোগ সভায় কমলা শাঁসযুক্ত মিষ্টি আলুর পুষ্টিগুণ ভক্তদেরকে জানানো এবং বাজারজাতকরণে সহযোগিতা করা এবং কমলা শাঁসযুক্ত মিষ্টি আলু চাষ কি ভাবে বৃদ্ধি করা যায়। কমলা শাঁসযুক্ত মিষ্টিআলু বিপণন ব্যবস্থা উন্নয়ন করা,দৈনন্দিন বিভিন্ন খাদ্য তৈরিতে কমলা শাঁসযুক্ত মিষ্টি আলু ব্যবহার করা, শহর এবং গ্রাম অঞ্চলের কমলা শাঁসযুক্ত মিষ্টি আলু খেতে উৎসাহিত করা। এ সম্পর্কে আলোচনা করেন মোঃ মাহমুদুল হাসান (রুমেন) কনসালটেন্ট, ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার। ফুলছড়ি উপজেলার পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০