ক্ষয়ক্ষতি প্রায় ৫ লক্ষ টাকা, অল্পের জন্য রক্ষা পেল পুরো বাজার।
মো:জাবেদুল আনোয়ার
স্টাফ রিপোর্টার কক্সবাজার।
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হঠাৎ বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের অন্যতম বড় প্রতিষ্ঠান জামান ট্রেডার্স আংশিকভাবে পুড়ে যায়।
এ ঘটনায় দোকানের মালামালসহ আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিদ্যুতের তার থেকে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়লে মুহূর্তেই জামান ট্রেডার্সের ভেতরে আগুন ধরে যায়। স্থানীয় ব্যবসায়ী, পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একযোগে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে ভয়াবহ ক্ষয়ক্ষতির হাত থেকে গর্জনিয়া বাজার রক্ষা পায়।
জামান ট্রেডার্সের মালিক বলেন, “হঠাৎ করে আগুন লেগে দোকানের ভেতরে থাকা বেশ কিছু মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত উদ্যোগে আরও বড় ধরনের ক্ষতি থেকে আমরা বেঁচে গেছি।”
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০