মো:জাবেদুল আনোয়ার
স্টাফ রিপোর্টার কক্সবাজার।
কক্সবাজার (সদর,রামু,ঈদগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক জননেতা লুৎফুর রহমান কাজল গর্জনিয়া কচ্ছপিয়া ইউনিয়নের একাধিক নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে আসেন।
নদী ভাঙ্গন বাংলাদেশের একটি বড় সমস্যা, যা জনগণের জীবন ও জীবিকায় ব্যাপক প্রভাব ফেলে। এই পরিদর্শনের মাধ্যমে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করবেন বলে জানান। আজ জননেতা কাজল নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বলেন নদী ভাঙ্গন বাংলাদেশের একটি গুরুতর সমস্যা, যা প্রতি বছর বহু মানুষকে গৃহহীন ও ভূমিহীন করে তোলে। এই সমস্যা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও, নদী ভাঙ্গন রোধ করা এখনো একটি বড় চ্যালেঞ্জ।
জননেতা কাজলের এই পরিদর্শন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি বিএনপির সহানুভূতি ও মনোযোগের বহিঃপ্রকাশ ঘটে। নদী ভাঙ্গনের কারণে সৃষ্ট সমস্যাগুলোর মধ্যে রয়েছে গৃহ ও ভূমি হারানো নদী ভাঙ্গনে ঘরবাড়ি ও কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়, যার ফলে মানুষ আশ্রয়হীন ও ভূমিহীন হয়ে পড়ে। জীবন-জীবিকার সংকট নদী ভাঙ্গনের ফলে অনেকের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ে, বিশেষ করে যারা কৃষিকাজ বা মৎস্য শিকারের উপর নির্ভরশীল।
উচ্ছেদ ও পুনর্বাসন নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের সরিয়ে অন্যত্র পুনর্বাসন করা একটি বড় চ্যালেঞ্জ। জননেতা কাজলের এই পরিদর্শনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশা সরেজমিনে দেখার সুযোগ হয়েছে এবং তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করবে।এছাড়াও, নদী ভাঙ্গন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তাও এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে বলে জানান।
এ-সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সভাপতি মুক্তার আহমদ, সাধারণ সম্পাদক আবুল বসর বাবু,রামু প্রেসক্লাবের
(ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল,রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহম্মদ মাহিন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম টিপু, রামু উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা নুরুল আবছার,রামু উপজেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম,কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আলম,গর্জনিয়া বিএনপির সভাপতি আব্দুল আলিম, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন,গর্জনিয়া বিএনপির সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ, কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল হান্নান, গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল আলম,কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামসুল আলম শাহীন,কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সুরত আলাম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সহ গর্জনিয়া কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।