মো:জাবেদুল আনোয়ার
স্টাফ রিপোর্টার কক্সবাজার।
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা পৌঁনে ৩টার দিকে খালেকুজ্জামান সেতুর পাশে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সিরাজুল হক (৩৫)। তিনি গর্জনিয়া ইউনিয়নের জাউস পাড়া গ্রামের বাসিন্দা ও হাফেজ আহমদের ছেলে। তার পিতার বাড়ি কচ্ছপিয়ার ঘিলাতলীতে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে মাঠে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন সিরাজুল হক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০