ঢাকামঙ্গলবার , ১২ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

গর্জনিয়াকে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১০ আগস্ট ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ

Link Copied!

মো:জাবেদুল আনোয়ার 
স্টাফ রিপোর্টার কক্সবাজার। 

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নকে শিশু শ্রমমুক্ত ইউনিয়ন বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট ২০২৫) বিকেলে গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সঞ্চালনা করেন বি এন কে এস গর্জনিয়া ইউনিয়নের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার  রাগিব রায়হান।

শুভেচ্ছা বক্তব্য দেন বি এন কে এস এর রামু এপি প্রোগ্রাম ম্যানেজার শরৎকুমার চাকমা

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকভাঙ্গা এনজিও’র মোহাম্মদ রাব্বানী গর্জনিয়া ইউনিয়ন পরিষদের প্রতিনিধি মো. জুবায়ের এবং এমরানুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামু এপি ম্যানেজার পিকিং চাম্বুগং তিনি বলেন সম্মানিত উপস্থিত গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক এবং আমার প্রিয় এলাকার জনগণ আজ আমরা একত্রিত হয়েছি এক মহৎ উদ্দেশ্যে আমাদের ইউনিয়নকে শিশু শ্রমমুক্ত করার অঙ্গীকার নিয়ে। এটি শুধু একটি উন্নয়নমূলক প্রকল্প নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব ও ভালোবাসার প্রতীক।

আমরা জানি, শিশু হলো জাতির ভবিষ্যৎ। কিন্তু দুঃখজনকভাবে, এখনো অনেক শিশু বিদ্যালয়ের বেঞ্চের বদলে কঠোর শ্রমের শিকার হচ্ছে। তারা বই-খাতার বদলে ইট-গাঁথুনি, চায়ের দোকান বা অন্য কষ্টকর কাজে দিন কাটাচ্ছে। এর ফলে তাদের শৈশব, শিক্ষা ও স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে।

আমাদের অবশ্যই মনে রাখতে হবে শিশু শ্রম শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি একটি অপরাধ। কারণ এটি আমাদের শিশুদের মৌলিক অধিকার শিক্ষা, খেলা ও সুরক্ষা হরণ করছে।

তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করবো কোনো শিশু শ্রমে নিযুক্ত হবে না প্রতিটি শিশুকে বিদ্যালয়ে ভর্তি করানো হবে দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সন্তানদের পড়াশোনার সুযোগ নিশ্চিত করবো

অভিভাবক, শিক্ষক ও সমাজ সবাই মিলে শিশুদের জন্য নিরাপদ ও সুখী পরিবেশ তৈরি করবো

আমরা বিশ্বাস করি—যখন একটি ইউনিয়ন শিশু শ্রমমুক্ত হয়, তখনই তা সত্যিকারের উন্নয়নের পথে এগিয়ে যায়।

চলুন, আজকের এই অঙ্গীকার বাস্তবায়ন করি এবং প্রমাণ করি—আমাদের ইউনিয়নের প্রতিটি শিশু পড়াশোনা, খেলা এবং স্বপ্ন দেখার পূর্ণ অধিকার ভোগ করবে।

এছাড়া ইউনিয়ন পরিষদ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিশু ফোরাম প্রতিনিধি ও বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

ধর্মীয় নেতা নুরুল আমিন ওনি বলেন আমরা চাই এই গর্জনিয়া ইউনিয়ন কে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করতে

আমরা ধর্মীয় ভাবে কমিউনিটির লোক দের সচেতন করে যাব এবং আমরা ইতিমধ্যে ৮ জন শিশু কে শিশু শ্রম থেকে মুক্ত করে স্কুল মাদরাসায় ফেরত আনতে পেরেছি সর্বোপরি সবাইকে ধন্যবাদ জান্নাচি যারা এই রখম মহৎ কাজে আমাদের সাহায্য করে যাচ্ছেন 

আয়োজনটি যৌথভাবে করেছে ধর্মীয় নেতৃবৃন্দ, ডাকভাঙ্গা, বি এন কে এস এবং সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

সভায় বক্তারা শিশুদের মৌলিক অধিকার রক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং শিশু শ্রম বন্ধে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

42 Views

আরও পড়ুন

শ্রীবরদীতে তারেক রহমানের নির্দেশে সেই ভাইরাল স্বামী-স্ত্রীকে আর্থিক সহায়তা প্রদান

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে অনুষ্ঠিত হয়েছে হেল্থ অ্যায়ারনেস প্রোগ্রাম -২০২৫

জবি ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের নামে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে ইসলামী ছাত্রী সংস্থা

পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন

টেকনাফে পৃথক অভিযানে২কেজি গাঁজা ও ৩০হাজার ইয়াবা উদ্ধার,আটক-১

কাপাসিয়ায় ‎সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দোয়ারাবাজারে কলম বিরতি পালন

জবি প্রেসক্লাবের নতুন নেতৃত্বের সাথে শাখা ছাত্রদলের সাক্ষাৎ

লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি, মদ, ইয়াবাসহ আটক ১

‘জিরো রিটার্ন’ দিলে সর্বোচ্চ ৫ বছরের জেল

রাজশাহীতে ৩৫ কোটি টাকার ১২ প্রকল্পের উদ্বোধন

দেশজুড়ে সাংবাদিক নির্যাতন-হামল্যা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ গাইবান্ধায় মানববন্ধন