এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় থানাহাট এ,ইউ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফাউন নাহার, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আবু হানিফা রঞ্জু, জামিনুল হক প্রমুখ।
চিলমারীর প্রায় ১১শ মানুষের মাঝে প্রতিমন্ত্রীর নিজ উদ্যোগে এ কম্বলগুলো বিতরণ করা হয়।