সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখা।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে আমিরাবাদ ইউনিয়নস্থ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টার চত্বর হতে মিছিলটি বের হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বটতলী মোটর স্টেশন এসে শেষ হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন সাতকানিয়া লোহাগাড়ার সাবেক সাংসদ ও জামায়াতের কেন্দ্রী নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
গণমিছিল শেষে বটতলীস্থ চৌধুরী প্লাজা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৫ আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় জামায়াত নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট জামায়াত নেতা ডঃ হেলাল উদ্দীন নোমান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ নতুন বাংলাদেশ আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর দিক-নির্দেশনায় এক নতুন দিগন্তের দ্বার উম্মেচিত হবে। স্বৈরচারী আওয়ামী লীগ সরকারের চিরতরে এ দেশ থেকে বিদায় নিয়েছে।
কিন্তু এ দেশ, মাটি ও মানুষ স্বৈরচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দেখতে চাই। হাসিনা সরকার এ দেশের অসংখ্য নীরহ মানুষকে হত্যা করেছে। এমনকি জামায়াত’র অনেক নামী-দামী নেতাকে ফাঁসীতে ঝুঁলিয়ে হত্যা করে কলঙ্কের বোঁঝা মাথায় নিয়ে দেশ ত্যাগ করে পালিয়ে গেলেও অবশ্যই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে শাস্তি ভোগ করতে হবে। স্বৈরচারী হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। এটা জনগণের প্রত্যাশা। এই প্রত্যাশা অবশ্যই পূরণ হবে ঈনশাআল্লাহ।