অলিদুর রহমান অলি, গাজীপুর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টঙ্গীতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল বিকেলে সাহাজউদ্দিন সরকার স্কুল মাঠে টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মো.সরাফত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও গাজীপুর -২ আসনের বিএনপির প্রতীকী ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. সালাউদ্দিন সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টঙ্গী থানা বিএনপির সহ সভাপতি ইসমাইল সিকদার বসু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলেক, সাবেক যুবদলের নেতা জসিম উদ্দিন ভাট, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, বিএনপি নেতা বিএম শামিম, গাজীপুর মহানগর ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুল রহমানসহ অসংখ্য বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।
ইফতারে আগে মুহুর্তে দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে প্রায় দুই হাজার রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।