ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

খাবার নিয়ে বিয়ের অনুষ্ঠানে মারামারি, কনে ছাড়া ফিরে গেল বর।

প্রতিবেদক
নিউজ এডিটর
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১:০৫ পূর্বাহ্ণ

Link Copied!

এম এইচ ইমরান চৌধুরী,আনোয়ারা :

আনোয়ারায় খাবার নিয়ে বরপক্ষের সাথে কনে পক্ষের কথাকাটাকাটির জের ধরে বিয়ের অনুষ্ঠানে উভয় পক্ষের মারামারিতে পন্ড হয়ে গেছে বিয়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সরকার হাট আল আমিন কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার আনোয়ারা উপজেলার মহতর পাড়া গ্রামের রবিউল হোসেনের ছেলে রুবেলের সাথে বাঁশখালি উপজেলার বেলগাঁও গ্রামের আবদুল মোতালেবের মেয়ে শাবনুর আকতারের বিয়ের দিন ধার্য ছিল। বিয়েতে বরপক্ষের ২৫০ জন লোককে খাওয়ানোর কথা ছিল। দুপুরের আগে আসা বরপক্ষের লোকজনকে খাওয়ানো হয়। দুপুরের পরে আসা লোকজনকে বরের সাথে একত্রে খাওয়ানোর জন্য খাবার দেয়া হয়নি। পরে সাড়ে তিনটার দিকে বর কমিউনিটি সেন্টারে উপস্থিত হলে বর এবং বরের মায়ের জন্য খাবার টেবিল সাজানো হয়। তখন দুপুরের পরে আসা লোকজন এবং বরের সাথে আসা লোকজন খাবার টেবিলে বসে পড়ে। এদৃশ্য দেখে কনে পক্ষের লোকজন বলতে শুরু করে ১৯ টেবিলে ২২৮ জন বরপক্ষের লোকজন খাওয়ানো হয়েছে। ওদের বাকী আছে ২৮ জন কিন্তু নির্ধারিত সংখ্যার চেয়ে বরপক্ষের লোকজন অনেক বেশি হয়ে গেছে। সুতরা বরের সাথে ২২ জনকে খাবার দিয়ে বাকীদের খাবার টেবিল থেকে তুলে দেন। এ কথা বলার পর দুপক্ষের মধ্যে লেগে যায় তুমুল বাকবিতন্ডা। তখন একপর্যায়ে বরের ছোট ভাই সোহেল লোকজন নিয়ে কনে পক্ষের এক লোককে মারধর শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আনোয়ারা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারির ঘটনার পর কনেপক্ষ বরের হাতে কন্যাকে আর তুলে দেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার এসআই শামসুজ্জামান বলেন, এ ঘটনা নিয়ে কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। ১৮ তারিখ উভয় পক্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে ঘটনার মীমাংসা করবেন।

1,183 Views

আরও পড়ুন

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

গাজীপুরের অগ্রভাগে আন্দোলনের রাজপথে অবিচল সৈনিক: মোমিনুর রহমান

রাবিতে বহ্নিশিখার আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণের সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকনাফে পাহাড়ে ডাকাত দলের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী গোলাগুলি,বিপুল পরিমাণ দেশী-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

পারকি সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ

হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

অ্যালামনাই ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জবিতে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী

অ্যালামনাই ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জবিতে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে নগদ সহায়তা দিলেন এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আনন্দ ভ্রমণ

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন