ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

খাবার নিয়ে বিয়ের অনুষ্ঠানে মারামারি, কনে ছাড়া ফিরে গেল বর।

প্রতিবেদক
নিউজ এডিটর
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১:০৫ পূর্বাহ্ণ

Link Copied!

এম এইচ ইমরান চৌধুরী,আনোয়ারা :

আনোয়ারায় খাবার নিয়ে বরপক্ষের সাথে কনে পক্ষের কথাকাটাকাটির জের ধরে বিয়ের অনুষ্ঠানে উভয় পক্ষের মারামারিতে পন্ড হয়ে গেছে বিয়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সরকার হাট আল আমিন কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার আনোয়ারা উপজেলার মহতর পাড়া গ্রামের রবিউল হোসেনের ছেলে রুবেলের সাথে বাঁশখালি উপজেলার বেলগাঁও গ্রামের আবদুল মোতালেবের মেয়ে শাবনুর আকতারের বিয়ের দিন ধার্য ছিল। বিয়েতে বরপক্ষের ২৫০ জন লোককে খাওয়ানোর কথা ছিল। দুপুরের আগে আসা বরপক্ষের লোকজনকে খাওয়ানো হয়। দুপুরের পরে আসা লোকজনকে বরের সাথে একত্রে খাওয়ানোর জন্য খাবার দেয়া হয়নি। পরে সাড়ে তিনটার দিকে বর কমিউনিটি সেন্টারে উপস্থিত হলে বর এবং বরের মায়ের জন্য খাবার টেবিল সাজানো হয়। তখন দুপুরের পরে আসা লোকজন এবং বরের সাথে আসা লোকজন খাবার টেবিলে বসে পড়ে। এদৃশ্য দেখে কনে পক্ষের লোকজন বলতে শুরু করে ১৯ টেবিলে ২২৮ জন বরপক্ষের লোকজন খাওয়ানো হয়েছে। ওদের বাকী আছে ২৮ জন কিন্তু নির্ধারিত সংখ্যার চেয়ে বরপক্ষের লোকজন অনেক বেশি হয়ে গেছে। সুতরা বরের সাথে ২২ জনকে খাবার দিয়ে বাকীদের খাবার টেবিল থেকে তুলে দেন। এ কথা বলার পর দুপক্ষের মধ্যে লেগে যায় তুমুল বাকবিতন্ডা। তখন একপর্যায়ে বরের ছোট ভাই সোহেল লোকজন নিয়ে কনে পক্ষের এক লোককে মারধর শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আনোয়ারা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারির ঘটনার পর কনেপক্ষ বরের হাতে কন্যাকে আর তুলে দেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার এসআই শামসুজ্জামান বলেন, এ ঘটনা নিয়ে কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। ১৮ তারিখ উভয় পক্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে ঘটনার মীমাংসা করবেন।

935 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

স্বাধীনতার ৫৩ বছরেও দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি–অধ্যাপক মুজিব

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

চট্টগ্রামে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল আকন আটক

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

সংবর্ধিত হলেন সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষক ফারুক ইসলাম

নাগেশ্বরীতে কেন্দ্রীয় ড্যাব নেতার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুটেক্সে নতুন বিভাগ চালু- সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা পটিয়ায় বৃদ্ধ নিহত

দোয়ারাবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু নিহত

দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতকালে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স