ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

খানসামায় চার প্রার্থী’র ত্রিমুখী লড়াই

প্রতিবেদক
নিউজ এডিটর
৮ জুন ২০২২, ৪:০০ অপরাহ্ণ

Link Copied!

মোঃ আজিজার রহমান , দিনাজপুরঃ

দিনাজপুরের খানসামা উপজেলায় উপজেলা পরিষদের উপ- নির্বাচন। চেয়ারম্যান পদে চার জনের মনোনয়ন বৈধ হয়েছে। এর মধ্যে আলোচনায় রয়েছে তিন জন। চার প্রার্থী হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ আনারস প্রতীক, দিনাজপুর জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান, মোটরসাইকেল প্রতীক ,সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আব্বাস আরেফীন হেলিকপ্টার প্রতীক । উলে­খ্য যে, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান আবু হাতেম কিডনি জনিত কারণে ইন্তকাল করেন। উনার মৃত্যুতে পদটি শুন্য হয়ে যায়। পরবর্তীতে দায়িত্ব পান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ।

জানা যায়,খানসামা উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন পেতে চার জন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা প্রদান করেছিলেন। উনারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, প্রয়াত উপজেলা চেয়ারম্যান আবু হাতেমের পুত্র প্রভাষক আনোয়ার হোসেন রানা, দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রফিকুল ইসলাম ও আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধীমান দাস। মনোনয়ন বোর্ড তাদের মধ্য থেকে সফিউল আযম চৌধুরী লায়নকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুড়ান্ত করে। সহিদুজ্জামান শাহ রাজনীতি শুরু থেকে বিএনপি করলেও তিনি গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগে যোগদান করেন। শরিফুল প্রধানকে বিএনপির প্রার্থী হিসেবে আখ্যায়িত করেছেন, সাবেক সাংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া। আব্বাস আরেফীন বিএনপি-জামায়াত এর সমর্থক বলেও অনেকে মনে করেন।

এলাকাবাসী বলছেন, যদিও চার প্রার্থী কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে তিন প্রার্থীর। লড়াইমুখী প্রার্থী হলেন- লায়ন চৌধুরী, সহিদুজ্জামান শাহ ও শরিফুল প্রধান। আরেক প্রার্থী আব্বাস আরেফীনের কথা বললে উনারা বলেন, উনি সব নির্বাচনে অংশগ্রহণ করেন। যার ফলে উনার গুরুত্ব নেই বললেই চলে।

গত ২৫ এপ্রিল উপ-নিরবাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ভোট গ্রহন হবে আগামী ১৫ জুন। ব্যালট পেপারের মাধ্যমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বলে জানান খানসামা উপজেলা নিরবাচন কর্মকর্তা মোঃ জিকরুল হক।

এর আগে গত ২২ মে প্রার্থীগণের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, নির্বাচনী আচরণ বিধি মেনে সকল প্রার্থীগণ চলবেন এটাই প্রত্যাশা। জেলা পুলিশ সুপার বলেন, ভোট কেন্দ্রে ভোটারগণ যেন সুন্দরভাবে ভোট দিতে পারে সেই লক্ষ্যেই কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী । যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সরবদা প্রস্তুত আছি। জেলা সিনিয়র নির্বাচন অফিসার বলেন, ভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

200 Views

আরও পড়ুন

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি জেলের ডান পা বিচ্ছিন্ন

টেকনাফে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে দুইজনকে অপহরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, টঙ্গী পূর্ব থানার নতুন কমিটি ঘোষণা

চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের যে ওয়ার্ড এখন আতঙ্কের জনপদ!

প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে ————————–মাওলানা ইউসুফ আশরাফ

টঙ্গীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের আপত্তিকর মন্তব্যের জবাবে ড.আসিফ নজরুল

টেকনাফে অটোরিকশা যাত্রীর পেটে মিললো৪১পোটলা ইয়াবা

কাপাসিয়ায় আলোচিত সেই নাটক মঞ্চস্থ: মিডিয়ায় মুসল্লিদের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ সংস্কৃতি উপদেষ্টার

বোয়ালখালী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

কাপাসিয়ায় কথিত পন্ড হয়ে যাওয়া নাটক অবশেষে শনিবার মঞ্চস্থ হচ্ছে, মুসল্লিদের নামে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর

পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন