কোটি তরুণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঢাকার
তারুণ্যের সমাবেশ সফল করতে হবে
-----মিজান চৌধুরী
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে সুসংহত করেছেন। আওয়ামী ফ্যাসিবাদে বিধ্বস্ত গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠায় কাজ করছেন তারুণ্যের অহংকার তারেক রহমান। গত ১৬টি বছর দেশে মানুষের কোন ভোটাধিকার ছিলনা। কোটি কোটি তরুণ নতুন ভোটার হলেও তারা ভোট দিতে পারেনি। বিএনপি সেই সব বঞ্চিত তরুণ ভোটারদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। এজন্য ঢাকায় অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশকে সফল করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
তিনি বৃহস্পতিবার (২২ মে) ছাতক উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে স্থানীয় গোবিন্দগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে আগামী ২৭-২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য তারুণের সমাবেশ সফলের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাবেশে ছাতক উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০