️ প্রতিনিধি: মোঃ রাজন হোসাইন, রায়পুর
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের একমাত্র প্রধান সড়কটি আজ যেন জনদুর্ভোগের প্রতিচ্ছবি।
প্রতিদিন শত শত মানুষ এই রাস্তায় চলাচল করে, আর প্রতিনিয়ত হোঁচট খায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা।
এই গুরুত্বপূর্ণ রাস্তাটি ব্যবহার করেই সাধারণ মানুষ পৌঁছে যায় কেরোয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে,
কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পূর্ব কেরোয়া পোস্ট অফিসে এবং আশেপাশের শত শত পরিবারের মাঝে।
সরকারি সেবা গ্রহণের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত এই রাস্তায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।
ইউনিয়ন পরিষদে চাল বিতরণ, সরকারি সভা-সমাবেশ, বিভিন্ন সনদ গ্রহণ কিংবা ত্রাণ সংগ্রহ করতে আসা মানুষদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রায় ৩০০ মিটার দীর্ঘ এই রাস্তাটির ২৭০ মিটার পাকা করা হলেও শেষের ৩০ মিটার জায়গা দখল করে গড়ে উঠেছে দোকানপাট। ফলে রাস্তার চলাচল নষ্ট হয়ে জনসাধারণ পড়েছে চরম বিপাকে।
স্থানীয়রা জানান—“সাবেক সংসদ সদস্য, জেলা প্রশাসক, এমনকি ইউএনও-রও নির্দেশ ছিল দোকানগুলো সরিয়ে রাস্তা উন্মুক্ত করার।
কিন্তু বাস্তবে কেউ তা মানছে না। একটি রাস্তা দখল হয়ে গেলে— সাধারণ মানুষের অধিকারও যেন দমবন্ধ হয়ে পড়ে।”
এটা শুধু একটি রাস্তা নয়—এটি চিকিৎসা সেবা পাওয়ার রাস্তা, শিক্ষালয়ে পৌঁছানোর রাস্তা,সরকারি সেবা গ্রহণের রাস্তা এবং হাজারো সাধারণ মানুষের প্রাণের যোগাযোগের পথ।
এখন সময় এসেছে কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপের।
এই রাস্তাটিকে মুক্ত করে এলাকার মানুষের জীবনকে স্বস্তি ফিরিয়ে দিতে হবে। কারণ, এই রাস্তা জনগণের,আর জনগণের স্বার্থেই এই রাস্তা উন্মুক্ত থাকাটা মানুষের ন্যায্য অধিকার।