--নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া :
‘‘মনের মত স্কুল পেলে,শিখব মোরা হেসে খেলে’’ শ্লোগানে সারাদেশের ন্যায় কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়ও পালিত হয়েছে মিনা দিবস। কুতুবদিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। ওইদিন সকাল ১১টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অফিসার (ভাঃ) মোহাম্মদ শহিদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড সুপ্রভাত চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্লাঃল্যাঃ কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শমসের নেওয়াজ মুক্তা। উপস্থিত ছিলেন,কুতুবদিয়া সরকারি কলেজের বাংলা প্রভাষক ইসতেহাদুল ইসলাম, বড়ঘোপ সিনিয়র ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক বোরহান উদ্দিন,কুতুবদিয়া মহিলা কলেজের অর্থনীতি প্রভাষক মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক যথাক্রমে,আবু ফরিদ (ভাঃ), হামিদুর রহমান,জিন্নাত রেহেনা, জসিম উদ্দিন,শফিউল আলম ও সহকারী শিক্ষক জাহেদুল ইসলাম প্রমূখ। এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা সাংষ্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০