নজরুল ইসলাম,কুতুবদিয়াঃ
প্রতিক্ষার পালা শেষে ৪ অক্টোবর ষষ্ঠীর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সনাতনী সম্প্রদায়ের ৫দিন ব্যাপি শারদীয় দুর্গোৎসব। এই উৎসবে সেজেছে কুতুবদিয়ার ৪১ টি পূঁজা মন্ডপ। ৪ অক্টোবর (শুক্রবার) ষষ্ঠীর আনুষ্ঠানিকতায় বেশ কয়েকটি মন্ডপ পরিদর্শন করে সম্পৃতীর মেলবন্ধনে সকলকে আবদ্ধ হয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহবান জানান কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর।
এসময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া পূঁজা উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক সমীর দাশ আমার বাড়ি আমার খামর প্রকল্পের সমন্বনয়ক সুপানন্দ বড়–ুয়া,আনসার ভিডিপি কর্মকর্তা (ভাঃ) ধন চরণ নাথ।
অধ্যাপক সমীর দাশ জানান, এবার কুতুবদিয়া উপজেলায় ১৩টি মন্ডপে প্রতীমা পূঁজা এবং ২৮টি মন্ডবে ঘট পূঁজা উদ্যাপন হচ্ছে। সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দয়িত্ব পালন করছেন উল্লেখ করে প্রতিবারের মত এবারও শান্তিপূর্ণভাবে পূঁজা উদ্যাপন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০