নজরুল ইসলাম,কুতুবদিয়াঃ
কুতুবদিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৯ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৪টায় উপজেলার লেমশীখালী ইউনিয়নের মুন্সি মিয়াজির পাড়ায় বাড়ির পাশের পুকুর ডুবে শিশুটি মারা যায়। সে ওই গ্রামের মানিকের কন্যা সন্তান। তার নাম ফারজানা। বয়স এক বছর।
ওইদিন সন্ধ্যা ৬টার দিকে শিশুটিকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের আরএমও রেজাউল হাসান শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০