কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশলী মোঃ ফরহাদ মিয়া বলেছেন, জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সরকার দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় খাবার পানির সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্প সঠিক ভাবে বাস্তবায়ন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। জনস্বাস্থ্য অফিস জনপ্রতিনিধিদের মাধ্যমে যাচাই-বাছাই করা তালিকার মাধ্যমে ব্যাংকে রশিদে টাকা জমা নিয়ে কাজ শুরু করে। অফিসে কেউ কোন টাকা গ্রহণ করার সুযোগ নাই। তিনি ঠিকাদারকে কোন প্রকার গাড়ি ভাড়া, তেলের টাকাসহ অন্যান্য কোন খরচের টাকা না দিতে বলেন। কেউ টাকা দাবি করলে সরাসরি তার সাথে যোগাযোগ করতে বলেন।
সোমবার সকালে উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুতুবদিয়া কার্যালয়ের মেকানিক কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উত্তর ধূরুং ইউপি প্যানেল চেয়ারম্যান কলিম উল্লাহ, ইউপি সদস্য মোঃ ইলিয়াস, শাহা আলম, ইমরুল ফারুক, শিক্ষক মনিরুল ইসলাম, সাংবাদিক আবুল কাশেম বক্তব্য রাখেন।
এসময় শতাধিক উপকার ভোগীসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০