স্টাফ রিপোর্টার, মফিজুল :
দুর্গাপূজার অষ্টমীতে মাদারীপুরের কালকিনি ও ডাসারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি মজিদবাড়ির দশানী সার্বজনীন দুর্গা মন্দিরসহ কয়েকটি মণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি নিরাপত্তা, আলো-সজ্জা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন। এসময় ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
জেলা প্রশাসক জানান, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পুলিশ, র্যাব, আনসার ও ভিজিল্যান্স টিম সতর্ক অবস্থানে রয়েছে।
উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিলো আনন্দঘন পরিবেশ ও ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০