|| রাঙামাটি প্রতিনিধি ||
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার কেপিএম সিনেমা হল এলাকায় শনিবার (৩১ আগস্ট) রাতে
দূর্বৃত্তরা ৪ ছাত্রলীগ নেতাকর্মীকে বেধড়ক মারধর ও কুপিয়ে রক্তাক্ত করেছে। আহতরা হলেন, আজিম (২৯), রনি(২৩), রাফি(২১) ও তুষার(২৪)
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, শনিবার দিনগত রাত আনুমানিক ৯টার সময় কাপ্তাইয়ের চন্দ্রঘোনার হত্যা মামলায় জামিন প্রাপ্ত সোহেলের নেতৃত্বে কয়েকজন যুবক প্রথমে সাবেক ছাত্রলীগ নেতা আজিমকে পিটিয়ে ও হাতুড়ির আঘাতে রক্তাক্ত করে। খবর পেয়ে তাকে উদ্ধারে ছাত্রলীগের রনি, রাফি ও তুষার এগিয়ে গেলে, সোহেল সমর্থক দূর্বৃত্তরা তাদেরও মারধরসহ কুপিয়ে রক্তাক্ত করে। আহত ৪ জনই কাপ্তাই উপজেলা ও চন্দ্রঘোনা ইউপি ছাত্রলীগ'র বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাকর্মী।
স্থানীয়রা আহত ৪ জন ছাত্রলীগ নেতাকর্মীকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি করে। ভীতিকর পরিবেশ সৃষ্টির পর হামলাকারীরা বাজারে মিছিল করলে, আতঙ্কিত ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেয়।
আহত আজিমের বড় ভাই মিজান জানান, আমার ভাই আগে রাজনীতি করত, এখন সক্রিয় না। তাকে অহেতুক সোহেলের নেতৃত্বে রাসেল, মুরাদ, জিসানসহ কয়েকজন মিলে হামলা চালায়। সে তখন বাসায় ফেরছিলো।হামলাকারীরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।
কাপ্তাই সার্কেল'র অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, কেপিএম এলাকায় বিএনপি এবং ছাত্র লীগের মারামারির ঘটনা শুনেছি। পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা করেনি।#
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০