কাপাসিয়া (গাজীপুর)থেকে শামসুল হুদা লিটনঃ
গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটায় বালু ভর্তি ট্রলি ও এক্সেভেটর মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিলীমা রায়হানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) নিলীমা রায়হানা জানান , দীর্ঘদিন ধরে একটি মহল অবৈধভাবে শীতলক্ষ্যা নদীর চর থেকে মাটি বালু উত্তোলন করে আসছিল। দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে উত্তোলন করা এক ট্রলি মাটি সহ দুটি ট্রলি ও একটি এক্সেভেটর মেশিন জব্দ করেছে কাপাসিয়া উপজেলা প্রশাসন।
উত্তোলনকৃত মাটি ভর্তি ট্রলি কাপাসিয়া উপজেলা প্রশাসনের কাছে রাখা হয় এবং এক্সেভেটর মেশিন টি দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ গাফফার এর জিম্মায় রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০