কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন :
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কাপাসিয়ায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। সকালে কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ অফিসে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসুচি শুরু হয়। এ উপলক্ষে উপজেলাপ্রশাসন.রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান মিলাদ মাহফিল আলোচনা সভাও শোক র্যালী সহ বিভিন্ন কর্মসুচি পালন করে। সকালে মুক্তিযোদ্ধা চত্বরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বীরমুক্তি যোদ্ধা বজলুর রশীদ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাভোকেট আমানত হোসেন খান, কাপাসিয়া থানার অফিসার ইনচাজ মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ,অধ্যাপক আইন উদ্দিন আহম্মদ প্রমুখ।
সকালে কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মোসা. ইসমত আরা। কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যােগে ধান বাজারে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিক অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ। এ ছাড়া কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ পহেলা নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত দিবসটি পালনে বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছে।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।